পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । OI: প্র —আমাদের সমস্ত ইন্দ্রিয় ভবিতব্যকেই অনুসরণ করে । আচ্ছ, তাতে গুরুদেব তার উপর রাগ করলেন না ? দ্বি —ই, গুরুদেব তাকে অভিশাপ দিলেন, কিন্তু কিভাগ্যি র্তার উপর ইন্দ্রের অনুগ্রহ হ’ল । প্র –সে কিরূপ ? দ্বি।-গুরুদেব এই বলে শাপ দিলেন “তুই যেমন আমার উপদেশ লঙ্ঘন করলি, স্বগে তোর আর স্থান হবে না” । আবার ইন্দ্র, অভিনয় দেখা শেষ হলে, লজ্জাবনত-মুখী উৰ্ব্বশীকে এই কথা বল্লেন, “তুমি যার প্রেমে বদ্ধ, সেই রাজর্ষি যুদ্ধের সময় আমার অনেক সাহায্য করেন, তার উপকার করা আমার উচিত। অতএব যতদিন তোমাদের সস্তান না হয়, ততদিন তুমি মনের সাধে পুরুরবার সহিত একত্র বাস কর” । - প্র –এ তারই উপযুক্ত কথা হয়েছে। দেবরাজ অন্তের মনের ভাব বিলক্ষণ বোঝেন । দ্ধি –(স্বর্যাকে দেখিয়া ) কথা-প্রসঙ্গে স্নানের সময় উত্তীর্ণ হয়েগেছে । আবার আমাদেরও না অপরাধী হতে হয়—চল গুরুদেবের কাছে এই বেলা যাওয়া যাক্ । ( উভয়ের প্রস্থান ) ইতি মিশ্র-বিষ্কম্ভক । দৃশ্ব—রাজ-প্রাসাদের উদ্যান । কধুকীর প্রবেশ । কধু — সকল গৃহস্থজন অর্থের সম্ভোগ তরে যুবাকালে করয়ে যতন।