বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 & বিক্রমোর্কশী । —সকলি করিতে পার, কিন্তু আমি নহি যাহা - ভাব তুমি মোরে। দেবী –তুমি তা হও বা না হও, আমি তো নিয়মমত আমার প্রিয়-প্রসাদন-ব্ৰতসম্পন্ন করলেম । (দাসীর প্রত) এখন আয় বাছা, আমরা যাই । ( প্রস্থানোদ্যত ). রাজা –প্রিয়ে । আমাকে যদি এখন ছেড়ে চলে’ যাও, তা হলে আমাকে আর প্রসন্ন করা হল কৈ । দেবী —মহারাজ ! আমি পুৰ্ব্বে কখন নিয়ম লঙ্ঘন করি নি। এখন এখানে থাকৃলে আমার ব্রত পালনের ব্যাঘাত হবে। ( পরিজনের সহিত দেবীর প্রস্থান ) / উৰ্ব্ব ।—ওলো ! রাজর্ষি দেখচি আপনার স্ত্রীকে ভালবাসেন । কিন্তু আমিত এখন মহারাজের নিকট হতে আমার হৃদয়কে ফিরিয়ে আনতে পারচি নে । চিত্র –কিন্তু তুই নিরাশ হচ্চিস কেন-হৃদয়কে আবার ফেরাবি কেন বল দিকি ? W. রাজা – আসনের নিকটে আসিয়া ) বয়স্য ! দেবী এখনও বোধ হয় বেশী দুরে যান নি। বিদু —যা বলতে চান মন খুলে বলুন । বৈদ্য যেমন রোগীকে অসাধ্য বলে’ ত্যাগ করে, উনি তেমনি আপনাকে স্বইচ্ছায় ত্যাগ করে গেছেন । রাজা –আর উৰ্ব্বশী ? উৰ্ব্ব —আজি কৃতার্থ হবে । রাজা —এই সময়ে— প্রচ্ছন্ন সে রূপসীর মধুর নুপুর ধ্বনি, যদি শ্রতিপথে মোর হয় গো পতিত, .