বিক্রমোর্কশী । Sዋ পশ্চাৎ হইতে আসি, অতি ধীরে ধীরে যদি, . নেত্র মোর করাখুজে করেন আবৃত, এই হৰ্ম্ম্যতলে নামি', লজ্জাভয় বশে যদি, বিলম্বিত গতি হয়—না সরে চরণ, সুচতুর সখী তার প্রতিপদে জোর করি, যদি তারে মোর কাছে করে আনয়ন— উৰ্ব্ব — গুলো ! ওঁর এই ইচ্ছাটা তবে পুর্ণ করা যাক (পশ্চাৎ হইতে গিয়া চক্ষু আবৃত করণ } চিত্র –( বিদুষককে জ্ঞাপন ) রাজা –(স্পৰ্শ-সুখ অনুভব করিয়া) সখী ! এ নিশ্চয়ই উৰ্ব্বণীর করম্পর্শ। বিদু —কি করে আপনি জানলেন ? রাজা —একি আর জানতে বাকি থাকে ? অনঙ্গ-তাপিত অঙ্গ করে কি গো সুখবোধ অন্য কোন হস্তের পরশে ? রবি-করে কভু কি গে কুমুদ প্রফুল্ল হয় ? –চন্দ্র-করে ফোটে সে হরষে ॥ উৰ্ব্ব —( চক্ষু হতে হস্ত সরাইয়া উত্থান এবং কিঞ্চিৎ নিকটে আসিয়া ) জয় মহারাজের জয় ! রাজা —এসো সুন্দরি এসো । (একাসনে উপবেশন করাইয়া ) চিত্র –সখী ! সুখে আছ তো ? রাজা —এত দিনের পর আজ সুখলাভ হল । উৰ্ব্ব —ওলো ! মহারাজকে দেবী আমায় দান করে গেছেন, তাই আমি প্রণয়িনীর মত ওঁর শরীর স্পর্শ করে আছি , এ মনে কোরে না আমি উপরি-পড়া হয়ে এসেছি । বিদু -এ কি ! দুজনের স্বৰ্য্যই যে এইখানে অস্ত গত হল।
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৫৪
অবয়ব