8* বিক্রমোর্কশী । রাজা –( উৰ্ব্বশীকে দেখিয়া ) দেবী-দত্ত বলি যদি এবে মোর দেহ তুমি কর আলিঙ্গন, পূৰ্ব্বে কার আজ্ঞা পেয়ে তুমি করেছিলে মোর হৃদয় হরণ ? চিত্র --সখী ! উনি নিরুত্তর । আচ্ছ এখন আমার একটি নিবেদন আছে—আপনার শুনতে হবে। রাজা –বল, মনোযোগ দিয়ে শুন্চি । চিত্র –বসন্তের পর গ্রীষ্মকাল এলে, স্বর্য্যেদেবের উপাসনা করতে আমার যেতে হবে । তা, আমার অবর্তমানে যাতে আমার প্রিয়সখী স্বগের জন্ত উৎকণ্ঠিতা না হন, এষ্টটি আপনি করবেন। বিদূ —স্বর্গে এমন কি আছে যে সেখানকার কথা মনে পড়বে ? সেখানে না পাওয়া যায় কিছু খেতে, না পাওয়া যায় কিছু পান করতে । কেবল, মৎস্তের মত অনিমিষ হয়ে চেয়ে থাকৃতে হয়। রাজা — ভদ্রে ! স্বৰ্গ-সুখ অনিদে শু, কে বল ঘটাতে পারে সে স্বরগ-সুখের বিস্মৃতি ? এক্ট মাত্র বলি আমি, অন্ত নারী-সাধারণে এ দাসের নাহি কোন প্রীতি ॥ চিত্র –এ কথা শুনে অনুগৃহীত হলেম । ওলো উৰ্ব্বশি ! অকাতরে আমাকে এখন তবে বিদায় দে । উৰ্ব্ব ।— চিত্ৰলেখাকে আলিঙ্গন করিয়া ) সখি! আমাকে ভুলো না । চিত্র।—( সম্মিত ) সখার সঙ্গে তোমার মিলন হল—এ প্রার্থনা এখন আমিই করতে পারি। ( রাজাকে প্রণাম করিয়া প্রস্থান )
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৫৫
অবয়ব