বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । r 82 বিদু —আজ কি সৌভাগ্য—মহারাজের মনস্কামনা পূর্ণ হল। এখন খুব আনন্দ করুন। রাজা –এতে যে আমার কতটা আনন্দ হয়েছে তা আর কি বলব। দেখ 8= সামন্তগণ-মস্তক-মণির প্রভায় রঞ্জিত এ পাদ-পীঠ সত্য, একছত্র প্রভু আমি নিখিল ধরায় —সরবত্র মোর আধিপত্য । এ সমস্ত লভিয়া ও দেখ ওগো সখী ! হই নাই তেমন কৃতার্থ যেমন লভিয়া আজি ওই চরণের রমণীয় মধুর দাসত্ব ৷ উৰ্ব্ব –এর পর, আমি আর কি বলতে পারি ? রাজা –(উৰ্ব্বশীর হস্ত ধরিয়া ) কি আশ্চৰ্য্য ! এই অভীষ্ট লাভের সঙ্গে সঙ্গে, আগে যা কষ্টদায়ক ছিল এখন তাই আবার অনুকুল ভাব ধারণ করেচে । দেখ সুন্দরি ! গাত্রে মোর সুধা ঢালে শশাঙ্কের কর, দিব্য অনুকুল এবে মদনের শর। যাহা যাহা আগে হত রুক্ষ বিবেচনা —তব সন্মিলনে এবে দেয় গো সাত্বনা ॥ উৰ্ব্ব ।—মহারাজের কাছে এ চির-দাসীর বিস্তর অপরাধ হয়েচে । রাজা—না না—সে কি কথা ? দুঃখ যাহা শেষে হয় মুখে পরিণত । তাহাই অধিক স্বাছ হয় গো নিয়ত।