বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । •්ථා এযে দেখি দুরাকৃষ্ট ইন্দ্ৰধনু-—এতে কতু - নহে শরাসন । প্রবল এ বৃষ্টিপাত, এতো নহে রাক্ষসের বাণ-পরম্পরা, কনক-নিকষ-স্নিগ্ধ বিদ্যুৎ এ—এতো নহে aş প্রেয়সী অপসরণ ॥ (চিন্তা করিয়া ) তবে সে রম্ভেীরু না জানি এখন কোথায় ? থাকিবে কি কোপ-বশে হইয়া প্রচ্ছন্ন-কায় শক্তির প্রভাবে ? কিন্তু সে যে নাহি পারে থাকিতে গে৷ বহুক্ষণ মানিনীর ভাবে । যদি স্বর্গে গিয়া থাকে— আমা প্রতি পুন তার হবে আর্দ্র মন । সম্মুখে থাকিতে আমি দৈতে্যুরো কি সাধ্য তারে করে গো হরণ । তবে সে যে একেবারে নেত্র-অগোচর হল তাই বা কেমন ? ( চারিদিকে চাহিয়া সনিশ্বাসে ) হায় ! হতভাগ্য জনের একটা দুঃখ যেন অন্তদুঃখের সঙ্গে একস্থত্রে গাথা । কেননা ঃ– সহসা গো সুদুঃসহ প্রিয়ার বিচ্ছেদ-কষ্ট এ সময়ে হল উপস্থিত। ' নব জলধর যবে করিবে গো দিনগুলি রমণীয় আতপ-রহিত ॥ (হাসিয়া ) কেন বৃথা এই মনস্তাপ আমি সহ করচি ? মুনির তো বলেন–রাজাই কালের কারণ । আচ্ছা, তবে কি আমি এই