C বিক্রমোর্কশী واV তাহা হতে ঝরে ক্ষীর—সুরভি আসব-রস— আগে তাহা গজর জ্ঞ, করুক আহার | ( ক্ষণকাল থাকিয় ) যাকৃ—এইবার আহার শেষ হয়েচে, এইবার জিজ্ঞাসা করি । দেখেছ কি গজরাজ, বল না আমায়, শশি-কলা সম কোন রূপসী বালায় ? সুচির-যৌবনা সেই প্রিয়-দরশনা —যুথিকা-ভূষিত যার কেশের রচনা ৷ ( সহৰ্ষে ) এই যে, স্নিগ্ধমন্দ্র গর্জনে আমাকে আশ্বাস দিচ্চে, আমি প্রিয়াকে আবার পাব । আমরা উভয়ে সমধৰ্ম্ম কি না, তাই গজরাজের উপর আমার এত অনুরাগ । আমায় গো লোকে বলে পৃথীরাজ-অধীশ্বর, তুমিও তো নাগ-অধিরাজ । ) তুমি কর মদ-দান অজস্র ধারায় সদা, ধন-দান আমারো তো কাজ । স্ত্রীরত্ব যত আছে তার মাঝে সের) সে উৰ্ব্বশ ) করিণীর মাঝে, তব বশু। এই করিণী-রূপসী । অামা-সম সব তব কিছু মাত্র নাহিক অন্তথ। শুধু নাহি আমা সম প্রিয় লাগি বিরহজ ব্যথা ॥ তুমি মুখে থাকে আমি অন্যত্র অন্বেষণ করিগে । ( পাশ্বে দৃষ্টি করিয়া ) এই নে, সুরক্ৰি-কন্দর নামে অতি রমণীর একটি পৰ্ব্বত দেখা
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৬৭
অবয়ব