বিক্রমোর্বশী । や> যাচ্চে। আঙ্গরাদেরও এইটি প্রিয় স্থান। সেই সুন্দরীকে কি এরই উপত্যকায় পাওয়া যাবে ? (পরিক্রমণ ও অবলোকন) কি আশ্চর্য্য ! আমার অদৃষ্ট-ফলে মেঘ ও এখন বিছাৎ-শূন্য । যা হোক, আমি এই শৈলরাজকে ন; জিজ্ঞাসা করে? ফিরব না । হে পৃথুনিতম্ব গিরি! সুচারু নিতম্ববতী পীনস্তনী—ক্ষীণ যার অঙ্গ-সন্ধিচয়— সেই মোর উরবশী —রুপসী যে রতি সম— তব কোন বনে কি গো লয়েছে আশ্রয় ? একি ! চুপ করে রইল যে ! বোধ হয় দূরত্বপ্রযুক্ত শুনতে পাই নি —আচ্ছ, কাছে গিয়ে আবার ওকে জিজ্ঞাসা করি । ( পরিক্রমণ করিয়া ) ওহে পৰ্বত নাথ t জিজ্ঞাসি গো তোমা কাছে দেখেছ কি কোন বামা সৰ্ব্বাঙ্গ-সুন্দরী অামা-বিরহিত হয়ে তব রম্য বন-মাঝে ¦aggi ( শুনিয়া সহৰ্ষে) তাই তো, ও যে বলচে “ঠিক ঐক্লপ আপনার প্রিয়াকে দেখেচি ।” আরও বলচে ,—“আপনি যা বলেন তা অপেক্ষাও প্রিয়তর একটা কথা বলি শুনুন ।”—তবে আমার প্রিয়তমা কোথায় ? ( নেপথ্যে তাহাই শুনিয়া ) হা ধিক্–এ যে আমারই কনার-মুখ-নিগত প্রতিশব্দ । ( বিষাদের অভিনয় ) আমি শ্রান্ত হয়ে পড়েচি। এই গিরিনদীতীরের তরঙ্গ-বায়ু একটু সেবন করা যাক। এই স্রোতস্বতী নব জলে কলুষিত হলেও, একে দেখতে আমার বড় ভাল লাগচে। তরঙ্গ ভ্রভঙ্গ যেন, ক্ষুভিত বিহঙ্গ-রাজি —রশনা উহার । সন্ত্রম-শিথিল বাস ফেনরাশি-রূপে যেন করছে বিস্তার।
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৬৮
অবয়ব