বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ বিক্রমোর্কশী । চলিছে স্বলিত-গুতি চিন্তি’ অপরাধ মম মনে আবরত, না পারি' সহিতে আর নিশ্চয় সে হইয়াছে নদী-পরিণত ॥ আচ্ছা, আমি একবার জিজ্ঞাসা করে দেখি । ( অঞ্জলিবদ্ধ হঠয়া ) তোমাতে আসক্তি মম বন্ধ গাঢ়তর, هرو তাই প্রিয়বাক্য তোমা কহি নিরস্তর। হয় নি প্রণয়-ভঙ্গে বিমুখ এ চিত তব প্রতি, ' দেখিয়াছ কৰ্ভু কি গো অপরাধ মোর একরতি ? 集 তবে কেন মানিনি লো ! দাসজনে ত্যজিলে এমতি ? অথবা ইহা প্রকৃতই নদী, উৰ্ব্বশী নয় ; তা না হলে, পুরুরবাকে ত্যাগ , করে সমুদ্রের প্রতি কেন অভিসারিনী হবে । অচ্ছ তাই ভাল । বিলাপ করে’কোন ফল নেই । আচ্ছা আমি এখন তবে সেই স্তানে গমন করি যেখান থেকে সেই স্ননয়ন আমার নয়ন হতে তিরোহিত হয়েছিলেন ( পরিক্রমণ ও অবলোকন করিয়া ) এই মে, পথে তার পদচিহ্ন দেখা যাচ্চে । , রকত কদম্ব ফুল-গ্রীষ্ম-অবসান ঘাহ করে গো স্বচিত —এখনও হয় নি তার সমগ্র কেশরগুলি - * পূর্ণ বিকসিত। তবু যেন প্রিয়া মোর, চুড়া-আভরণ-রূপে করেছেন ধৃত ॥