বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*や বিক্রমোর্কশী । তাপ-জাহ! তোমার পিতাকে স্বধী কর। / কুমার –(রাজার নিকটে গিয়া পাদগ্রহণ) রাজা –(কুমারকে আলিঙ্গন করিয়া পাদপীঠে বসাইয়া ) বৎস! এই দিকে তোমার পিতার প্রিয়সখা ব্রাহ্মণকে নির্ভয়ে প্রণাম কর । বিদু —আমাকে দেখে আবার ভয় কিসের ? আশ্রমে তো অনেক বানর দেখেছ ? কুমার –( সম্মিত) তাত ! প্রণাম করি। বিদু —কল্যাণ হোক! ( উৰ্ব্বশী ও কষ্ণুকীর প্রবেশ ) কধু —এইদিকে দেবি এই দিকে । - উৰ্ব্ব –(কুমারকে দেখিয়া স্বগত) কে ওটি পাদ-পীঠে বসে আছে, আর স্বয়ং মহারাজ ওর শিখা বন্ধন করে দিচ্চেন ? ( তাপসীকে দেখিয়া স্বগত) ওমা ! এ যে সত্যবতী—তাতেই মনে হচ্চে, ওটি আমার পুত্র আয়ু —বেশ বড় হয়েছে তো ! ( পরিক্রমণ ) o রাজা ।—(উৰ্ব্বশীকে দেখিয়া ) - ওই যে জননী তব —দৃষ্টি ওঁর তোমা পানে স্থির । স্তনাংশুক ভেদি? দেখ মেহরস হতেচে বাহির । তাপ —জাদু ! মায়ের কাছে এগিয়ে এসো । কুমার –(উৰ্ব্বশীর নিকটে আগমন ) উৰ্ব্ব —ভগবতীর চরণে প্রণাম করি । তাপ ।—বৎসে ! পতির আদরিণী হও । কুমা —জননি! প্রণাম করি ।