বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Պե, বিক্রমোর্কশী । তাপ -(হাসিয়া) আচ্ছ তাই হবে। তোমাদের কল্যাণ হোক। (૯ઃ ) রাজা –কল্যাণি । এ তব সুপুত্র পেয়ে পুত্রবানদের মাঝে আজি আমি হমু অগ্ৰগণ । পোলোমী-সম্ভব পুত্র জয়স্তিরে লভি যথা পুরন্দর হইলেন ধন্য ৷ উৰ্ব্ব ।-( স্মরণ হওয়ায় রোদন ) বিদু —একি ! হঠাৎ অশ্রুমুখী হলেন কেন ? রাজা – কেন বা সুনারি তুমি কাদিছ এখন ? বংশধর পেয়ে যে গো আমি হৃষ্ট-মন ৷ পীনস্তন-পরে প্রিয়ে ফেলি’ অশ্রদ্ধার রচিলে যে দ্বিতীয় এ মুকুতার হার ॥ (অশ্র বিসর্জন ) উৰ্ব্ব ।—শোন মহারাজ ! অনেক দিনের পর পুত্রটিকে আবার দেখতে পেয়ে তখন একটা কথা বলতে ভুলে গিয়েছিলেম। মহেঞ্জের নাম করায় তার সেই নিয়মটার কথা আমার মনে পড়ল—আর তাতেই আমার হৃদয়ে এখন কষ্ট উপস্থিত হয়েছে । রাজা –বল—সে নিয়মটি কি ? উৰ্ব্ব —পূৰ্ব্বে মহারাজের প্রতি আমার হৃদয় যখন আসক্ত হয়, তখন মহেন্দ্র আজ্ঞা করেছিলেন— রাজ। —কিরূপ আজ্ঞা ? উৰ্ব্ব —“যখন আমার প্রিয়সখী রাজর্ষি, তোমার গর্ভসস্তৃত পুত্রমুখ দর্শন করবেন, তখন আবার আমার নিকটে তোমার আসূতে হবে।”