৮২ বিক্রমোর্কশী । রাজা –কি আদেশ ? নার –ত্রিকাল-দশী মুনিগণ ভবিষ্যদবাণী করেচেন, দেবাস্কর-সংগ্রাম আসন্ন । আপনিও দেব-সংগ্রামে অমরদের সহায় ; অতএব এ সময় আপনার শস্ত্র ত্যাগ করা উচিত হয় না । আর, এই উৰ্ব্বশী, যাবজ্জীবন আপনারই সহধৰ্ম্মচারিণী হয়ে থাকুন। উৰ্ব্ব —(চুপি চুপি ) মাগো ! হৃদয় থেকে যেন একটা শেল চলে গেল । রাজা –আমি তো দেবরাজেরই আজ্ঞাধীন । नाङ्ग 1-ळैिय् । তব কার্যা করিবেন বাসব সাধন, তুমিও করিবে তার ইষ্ট আচরণ। বৰ্দ্ধন করেন সুর্য্য দেখ হুতাশনে, অগ্নি ও স্বকীয় তেজে বাড়ান তপনে ॥ ( আকাশের দিকে অবলোকন করিয়া) ওগো রম্ভ ! কুমার মায়ুর যৌবরাজ্যের অভিষেকাৰ্থ স্বয়ং মহেন্দ্র যে সকল সামগ্রী সংগ্ৰহ করেছেন, শীঘ্র সে সমস্ত নিয়ে এসে । অভিষেকের সামগ্ৰী লইয়া রপ্তার প্রবেশ । রম্ভ। —ভগবন । এই অভিষেকের সামগ্ৰী । নার –আয়ুষ্মান ! এই মঙ্গল-পীঠে উপবেশন কর । রস্তা —এই দিকে বৎস ( কুমারকে বসাইয়া ) নার –(কুমারের মস্তকে কলসের জল ঢালিয়া) রম্ভে ! এইবার শেষ অনুষ্ঠান সম্পন্ন কর । রম্ভ —(তথা করণ ) বৎস! ভগবানকে প্রণাম কর । কুমা – যথাক্রমে প্রণাম ) । নার —কল্যাণ হোক !
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৮৯
অবয়ব