পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচিত্রিত বিদায় তোমার আমার মাঝে হাজার বৎসর নেমে এলে, মুহুর্তেই হোলো যুগান্তর । মাথায় ঘোমটা টানি’ যখনি ফিরালে মুখখানি কোনো কথা নাহি বলি’, তখনি অতীতে গেলে চলি’, যে অতীতে অসীম বিরতে ছায়া সম রহে বৰ্ত্তমানে যারা হয়েছে প্রেমের পথহারা । যে-পারে গিয়েছ হোথা বেশি দূর নহে এখনো তা । ছোটো নিঝরিণী শুধু বহে মাঝখানে বিদায়ের পদধবনি গাথে সে করুণ কলগামে । চেয়ে দেখি অনিমিখে তুমি চলিয়াছ কোন শিখরের দিকে ; ( సె