পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচিত্রিতা পসারিণী, ওগো পসারিণী, ক্ষণকাল তরে আজি ভুলে গেলি যত বিকি-কিনি । কোথা হাট, কোথা ঘাট, কোথা ঘর, কোথা বাট, মুখর দিনের কলকথা, তানস্তের বাণী আনে সবর্বাঙ্গে সকল প্রাণে বৈরাগ্যের স্তব্ধ ব্যাকুলত ॥