পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છે ૨ আরশি তোমার যে ছায়া তুমি দিলে আরশিরে ஆ হাসি মুখ মেজে, সেইক্ষণে অবিকল সেই ছায়াটিরে ফিরে দিল সে যে । রাখিল না কিছু আর, স্ফটিক সে নিৰ্ব্বিকার, আকাশের মতো, সেথা আসে শশী রবি যায় চলে, তার ছবি কোথা হয় গত ৷ একদিন শুধু মোরে ছায়া দিয়ে, শেষে সমাপিলে খেলা, আত্মভোলা বসন্তের উন্মত্ত নিমেযে শুক্ল সন্ধ্যাবেলা । সে ছায়া খেলারি ছলে নিয়েছিমু হিয়াতলে হেলাভরে হেসে, ভেবেছিন্থ চুপে চুপে ফিরে দিব ছায়ারূপে তোমারি উদেশে । ৰিচিত্রিত