এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
একাকিনী
একাকিনী ব’সে থাকে আপনারে সাজায়ে যতনে
বসনে ভূষণে যৌবনেরে করে মূল্যবান । নিজেরে করিবে দান
যার হাতে
সে অজানা তরুণের সাথে এই যেন দূর হতে তার কথা বলা ।
এই প্রসাধন কলা,
নয়নের এ কজল-লেখা, উজ্জল বসন্তীরঙা অঞ্চলের এ বঙ্কিম রেখা
মণ্ডিত করেছে দেহ প্রিয় সম্ভাষণে ।
দক্ষিণ পবনে অস্পষ্ট উত্তর আসে শিরীষের কম্পিত ছায়ায় ।
এই মতো দিন যায়,
ফাগুনের গন্ধে ভর দিন । সায়াহ্নিক দিগন্তের সীমস্তে বিলীন
কুস্কুম অভিয় তানে—
উৎকষ্ঠিত প্রাণে
তুলি দীর্ঘশ্বাস– - আভাবিত মিলনের আরক্ত আভাস ॥
বিচিত্রিতা