এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
i o
বিশ্ব সদা তোমার কাছে ইসারা করে কত, তুমিও তা”রে ইসার দী ও আপন মনোমত ।
疆門 বিধির সাথে কেমন ছলে নীরবে তব অtলাপ চলে, স্থষ্টি বুঝি এমনিতরে ইসার। অবিরত ॥
ছবির পরে পেয়েছ তুমি রবির বরাভয়,
ধূপছায়ার চপল মায়া করেছ তুমি জয় ।
তব অঁাক ন-পটের পরে জানি গে। চিরদিনের তরে
নটরাজের জটার রেখা জড়িত হ’য়ে রয় ॥
চির-বালক ভুবনছবি আঁকিয় খেলা করে ।
তাহারি তুমি সমবয়সী মাটির খেলাঘরে ।
তোমার সেই তরুণতাকে বয়স দিয়ে কৰ্ভু কি ঢাকে,
অসীম পানে ভাসাও প্রাণ খেলার ভেল। পরে ॥
তোমারি খেল খেলিতে আাজি উঠেছে কবি মেতে, নববালক-জন্ম নেবে নুতন ভালোকেতে ।
ভাবনা তা’র ভাষায় ডোবা,—
মুক্ত চোখে বিশ্বশোভা দেখাও তা’রে, ছুটেচে মন তোমার পথে যেতে ॥