পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; : 'I Wう8 বিচিত্রিত পুষ্পচয়িনী হে পুষ্পচয়িনী, ছেড়ে আসিয়াছ তুমি কবে উজ্জয়িনী মালিনী ছন্দের বন্ধ টুটে । বকুল উৎফুল্ল হ’য়ে উঠে আজো বুঝি তব মুখমদে । নুপুর-রণিত পদে আজো বুঝি অশোকের ভাঙাইবে ঘুম । কী সেই কুসুম যা দিয়ে অতীত জন্মে গণেছিলে বিরহের দিন । বুঝি সে ফুলের নাম বিস্মৃতি-বিলীন ভর্তু-প্রসাদন ব্রতে যা দিয়ে গাঁথিতে মালা সাজাইতে বরণের ডালা । মনে হয় যেন তুমি ভুলে-যাওয়া তুমি,— भर्डङ्गभि তোমারে যা ব’লে জানে সেই পরিচয় সম্পূর্ণ তো নয়। তুমি আজ করেছ যে অঙ্গসাজ নহে সদ্য আজিকার । কালোয় রাঙায় তার যে ভঙ্গীটি পেয়েছে প্রকাশ দেয় বহুদূরের আভাস।