পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচিত্রিতা \రి(t মনে হয় যেন অজানিতে রয়েছ অতীতে । মনে হয় যে-প্রিয়ের লাগি’ অবন্তী নগর-সৌধে ছিলে জাগি’ তাহারি উদ্দেশে, না জেনে সেজেছ বুঝি সে-যুগের বেশে । মালতীশাখার পরে এই যে তুলেছ হাত ভঙ্গীভরে নহে ফুল তুলিবার প্রয়োজনে, বুঝি আছে মনে যুগ অন্তরাল হ’তে বিস্মৃত বল্লভ লুকায়ে দেখিছে তব সুকোমল ও-করপল্লব । অশরীরী মুগ্ধনেত্ৰ যেন গগনে সে হেরে অনিমেষে দেহ-ভঙ্গিমার মিল লতিকার সাথে আজি মাঘী পূর্ণিমার রাতে । বাতাসেতে অলক্ষিতে যেন কার ব্যাপ্ত ভালোবাস তোমার যৌবনে দিল নৃত্যময়ী ভাষা।