পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেসুর

ভাগ্য তাহার ভুল করেছে, প্রাণের তানপুরার
গানের সাথে মিল হোলোনা, বেসুরে ঝঙ্কার ।
এমন ক্রটি ঘটল কিসে আপনিও তা বোঝে নি সে,
অভাব কোথাও নেই যে কিছুই এই কি অভাব তার
ঘরটাকে তার ছাড়িয়ে গেল ঘরেরই আসবাবে ।
মনটাকে তার ঠাই দিল না ধনের প্রাতুর্ভাবে ।
যা চাই তারো অনেক বেশি ভিড় ক’রে রয় ঘেষাৰ্ঘেযি,
সেই ব্যাঘাতের বিরুদ্ধে তাই বিদ্রোহ তার নাবে।
সব চেয়ে যা সহজ সেটাই হুলভ তার কাছে।
সেই সহজের মূৰ্ত্তি যে তার বুকের মধ্যে আছে।
সেই সহজের খেলাঘরে ঐ যারা সব মেলা করে
দূর হতে ওর বদ্ধ জীবন সঙ্গ তাদের যাচে ।

বিচিত্রিত