পাতা:বিদায়-আরতি.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মহানামন্‌

চলেছে বৃদ্ধ ভগ্ন-হৃদয়
মরণ-পাংশু মুখে,
নগ্ন চরণে দাঁড়াইতে রাজ-
দস্যুর সম্মুখে।
চলেছে সন্ত সুগত পন্থ
দুটি হাত বুকে জুড়ে—
দেশের দশের দুর্গতি দেখি’
দুখের দহনে পুড়ে’।
ভাবিছে বৃদ্ধ “এ কি রে বিষম,
এ কি রে মনস্তাপ,
কোন্‌ কালামুখ রাজ্যকামুক
চিন্তিল মনে পাপ,
সে পাপের ছায়া কায়া ধরি’ পশে
কপিলবাস্তু-পুরে,
পুণ্যের ঘরে একি অনাচার
হাহাকার দেশ জুড়ে।
বুদ্ধের দেশে এ কি, র যুদ্ধ.
একি হানাহানি হায়,
প্রাণ দিলে যদি রোধ করা যেত
রুধিতাম আমি তায়।”

(অষ্টম হল্‌কা)



ভিক্ষা মাগিছে বৃদ্ধ আপন
দাসীর ছেলের কাছে,—
“জয়তু রাজন্‌! বুড়া একজন
প্রসাদ তোমার যাচে;

৯১