পাতা:বিদায়-আরতি.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

নিজ পরিচয় দিতে নাহি ভয়,
মহানামনের নাম
হয়তো শুনেছ,— জননীর মুখে,—
ওগো কীর্ত্তির ধাম!
অতিথি একদা হ’ল তব পিতা
আমারি সে উপবনে,
ভাবী রাণী সনে নয়নে নয়নে
মিলিল শুভক্ষণে;
এ বুড়া একদা মায়েরে তোমার
করেছে সম্প্রদান,—”
“জানি তা, জানি তা,” কহে উদ্ধত,
“ছাড়ি ভণিতার ভাণ
কি প্রসাদ চাও খুলে বল তাই।”
“নিরীহ প্রজার প্রাণ”—
কহিল বৃদ্ধ নীরবে সহিয়া
অবনিয় অপমান।
“নিজ.প্রাণ লয়ে পালাও বৃদ্ধ,
অধিক কোরো না আশ,”
কহে বিরুধক—মূর্ত্ত বিরোধ—
হাসিয়া অট্টহাস।
“রাজন!” “কি চাও?—যাও, যাও, যাও,
পালাও সপরিবারে,
এর বেশী কিছু কোরো না ভিক্ষা
আমার এ দর্‌বারে।
কান-কুণ্ডল কেটেছে আমার
তোমার নিরীহ প্রজা,

৯২