পাতা:বিদায়-আরতি.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

কেউ যেতে যেতে ফিরে এসে ফের
তুলে নিয়ে যায় পুঁজি।
বসন ভূষণ ফেলে কেহ ধায়
ছেলে আঁকড়িয়া বুকে,
ফ্যল্‌ফ্যাল্‌ চায় ইতি উতি ধায়
কথা নাই কারো মুখে;
সোম কুশাসনে জড়ায়ে গোপনে
বিপ্র পালায় রড়ে,
যেতে তাড়াতাড়ি শ্রেষ্ঠীর ভূঁড়ি
ঝন্‌ ঝন্‌ রবে নড়ে!
কাণ্ড দেখিয়া কোশল-সৈন্য
চোখ পাকালিয়া চায়,
বাজার হুকুমে দুহাত গুটায়ে
দাঁতে দাঁতে ঘষে হায়!

(দশম হল্‌কা)



হোথা বিরুধক বিরক্ত মনে
পাটলি হ্রদের কূলে
পল গণি’ গণি’ হয়েছে অধীর
ধবল-ছত্র-মূলে।
“জনহীন প্রায় হ’ল যে নগরী,
মন্ত্রী, এ কী বালাই,
এখনো যে দেখি মহানামনের
উঠিবার নাম নাই।
জ্বলে দেহ রাগে, কে জানিত আগে
বুড়ার এতটা দম?

৯৪