পাতা:বিদায়-আরতি.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



দুরের পাল্লা

দেশের সেবায় করিল সহজে
নিজের জীবন দান?
বীরের স্বর্গে অমল অর্ঘ্য
কারা পায় সব আগে?
মহানগমনের মহা নাম জাগে
তা’-সবার পুরোভাগে।
শাক্যকুলের দ্বিতীয় সিংহ
বুদ্ধ সে গৃহবাসী-
আড়াই হাজার বছরেও ম্লান
নহে তার যশোরাশি।[১]


দূরের পাল্লা

ছিপ্‌ খান্‌ তিন্‌-দাঁড় —
তিনজন্‌ মাল্লা
চৌপর দিন-ভোর
দ্যায় দূর-পাল্লা!
পাড়ময় ঝোপঝাড়
জঙ্গল,—জঞ্জাল,
জলময় শৈবাল
পান্নগর টাঁকশাল।
কঞ্চির তীর-ঘর
ঐ চর জাগ্‌ছে,
বন-হাঁস ডিম তার
শ্যাওলার ঢাক্‌ছে।

১৩
৯৭
  1. রক্‌হিল-রচিত বুদ্ধ-চরিত অবলম্বনে