পাতা:বিদায়-আরতি.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দূরের পাল্লা

ডাক পাখী ওর লাগি’
ডাক্‌ ডেকে হদ্দ,
ওর তরে সোঁত-জলে
ফুল ফোটে পদ্ম।
ওর তরে মন্থরে
নদ হেথ চল্‌ছে,
জলপিপি ওর মৃদু
বোল বুঝি বোল্‌ছে।
দুই তীরে গ্রামগুলি
ওর জয়ই গাইছে,
গঞ্জে যে নৌকা সে
ওর মুখই চাইছে।
আট্‌কেছে যেই ডিঙা
চাইছে সে পশ
সঙ্কটে শক্তি ও
সংসারে হর্ষ।
পান বিনে ঠোট রাঙা
চোখ কালো ভোমরা,
রূপশালি- ধান-ভান।
রূপ দ্যাখো তোমরা।
 *   *   *
পান সুপারি! পান সুপারি!
এইখানেতে শঙ্কা ভারি,
পাঁচ পীরেই শীর্ণি মেনে
চল্‌ রে টেনে বইঠা হেনে;

৯৯