পাতা:বিদায়-আরতি.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দূরের পাল্লা

কালো নদীর তুই কিনারে
কল্পতরুর কুঞ্জ কি রে?—
ফুল ফুটেছে ভারে ভারে—
ফুল ফুটেছে মাণিক হীরে।
বিনা হগওয়ায় ঝিলমিলিয়ে
পাপ্‌ড়ি মেলে মাণিক-মালা;
বিনি নাড়ায় ফুল ঝরিছে
ফুল পড়িছে জোনাক-জ্বালা।
চোখে কেমন লাগ্‌ছে ধাঁধা—
লাগ্‌ছে যেন কেমন পারা,
তারাগুলোই জোনাক হল
কিম্বা জোনাক হল তারা।
নিথর জলে নিজের ছায়া
দেখ্‌ছে আকাশ-ভরা তারায়,
ছায়া-জোনাক আলিঙ্গিতে
জলে জোনাক দিশে হারায়।
দিশে হারায়, যায় ভেসে যায়
স্রোতের টানে কোন্‌ দেশে রে?—
মরা গাঙ অণর সুর-সরিৎ
এক হয়ে যেথায় মেশে রে!
কোথায় তারা ফুরিয়েছে, তার
জোনাক কোথা হয় সুরু যে
নেই কিছুরই ঠিক ঠিকানা
চোখ যে আলী রতন উছে।
 *   *   *

১০৩