পাতা:বিদায়-আরতি.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-অরতি উঠল রুষে বজললাট শৈল কুলাচল, পড়ল ডঙ্ক যুদ্ধ লাগি, তিনকোটি চঞ্চল । বিদায় ক’রে গৌরী-হরে মন্ত্রণ সব করে বাদল ঘেরা মেঘের ডের মেঘ-মণ্ডল ঘরে । “বিধাতারে জানাও নালিস” স্থাবর গিরি কয়, কেউ বলে “বৈকুণ্ঠে জানাও ” লাখ বলে “নয় নয়, কঁদিতে মানের কান্না যেতে চাইনে কারু কাছে, ইজ্জতে ভাই রাখতে বজায় বল বাহুতেই আছে। করব যুদ্ধ, নেইক শ্রদ্ধা আর বাসবের পরে, পাশব বলে বলী বাসব বুঝেছি অন্তরে।” হঠাৎ শুনি নারদ মুনি আসেন দ্রুতপায়, যুদ্ধ স্থসাব্যস্ত হ’ল মুনির মন্ত্রণায় ! 水 ※ 长 আজো যেন শুনছি কানে হাজার গলার মধ্যে থেকে, মৈনাকেরি কিশোর কণ্ঠ ছাপিয়ে সবtয় উঠছে জেগে ; বলছে তেজী “কিসের শান্তি ? চাইনে শান্তি স্পষ্ট কহি, দেবতা হ’লে দস্থ্য কি চোর আমরা হব দেবদ্রোহী । সুমেরু কোন দোষের দোষী ? সৰ্ব্বভূতের হিতৈষী সে । ইন্দ্র যে তার নিলেন সোনা—ন্যায় আচরণ বলব কিসে ? দেব তা হলেও চোর অমরেশ, হরণ তিনি করেন ছলে, ‘বৃহৎ চৌর্য্য প্রায় সে শৌর্য্য'—এমন কথা চোরেই বলে, কিম্বা বলে তারাই যারা বিভীষিকায় ভক্তি করে – চোর সে যদি হয় জোরালো তারেই পূজে শ্রদ্ধা-ভরে । শ্রদ্ধেয় সে নয়কো জানি আমরা শ্রদ্ধা করব না তায়, স্বৰ্গপতির বজ্রভয়ে মাথা নত করব না পায় ; N N R