পাতা:বিদায়-আরতি.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইনসাফ, লেখা আছে এই পাষাণীর পাষাণ-হিয়ার পটে সবই, হয়নি তবু দেখার অন্ত দেখব বুঝি তারেক ছবি – ব’সে অাছি শৈল-গেহে একুল। আমার বিজন বাসে জাগিয়ে এ মোর মাতৃহিয়া ইন্দ্রপাতের স্থদূর আশে । ব্যর্থ কভু হবে না এই অন্তি হিয়ার তীব্র শাপ— তার তুষানল-—মনস্তাপে, দ্যায় যে বৃথা মনস্তাপ । মাতৃহিয়ায় দুঃখ দিলে জ্বলতে হবে জ্বলতে হবে, স্বর্গে মৰ্ত্ত্যে রাজা হ’লেও আসন’পরে টলতে হবে । অভিশাপের ভস্ম-পুতুল বিরাজ কর সি হাসনে, নিশ্বাসেরও সইবে না ভর, মিশ বে হঠাৎ স্বপ্ন সনে । ইস্সাফ ৬%। নিশান সঙ্গে লইয়া লস্কর অফুরান রাজ্য পরিক্রমায় চলেন স্থলতান বুলবন । স্নিগ্ধ নয়নে প্রসাদ-সত্ৰ C2 -安西-지iT চলেছেন রাজা দিল্লী নগরী চলে যেন তার সাথে ; সাথে সাথে চলে উর্দ-বাজার, হাজার হাজার হাতী, চলেছে জোয়ান পাঠঠো পাঠান হাতে নিয়ে ঢাল কাতী । >">"