পাতা:বিদায়-আরতি.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজপূজা খুনীর দোসর শয়তান তারা,— দাও ঝুলাষ্টয়া গাছে । বে-ইমানী সনে রফ ক'রে চল জানে ন মুসলমান, কাজে তাজি করে সে কথ। প্রমাণ ছনিয়ায় বুলবান । বলবান ব’লে খুনীর শাতির ? হবে না ; হবে না মাফ, কসুর করিলে পুরা পাবে সাজা— এই মোর ইনসাফ ” রাজপূজা রাজার নিদেশে শিল্পী রচিছে দেউল কাঞ্চীপুরে, পরশে তাহার শিলা পায় প্রাণ কাঞ্চন-প্রায় ফুরে ! মঞ্চের পরে বসি’ তন্ময় মূৰ্ত্তি-মেখলা গড়ে, তার প্রতিভায় পৃথিবীর গায় স্বর্গের ছায়া পড়ে ! ইন্দ্র, বরুণ, অগ্নি, ঈশান রূপ ধরে ধ্যানে তার— প্রাণের নিভূত ভরি’ তারি যত দেবতার অবতার । পুম্পিয় ওঠে কঠিন পাষাণ পরশ তাহার লভি, শিল্পীর রাজা গুণী গুণরাজ স্ফটিক-শিলার কবি । অমৃতকুণ্ডে ডুবায়ে সে বুঝি ছেদনী-হাতুড়ি ধরে আরাপের রূপ দেয় অনায়াসে অলখ-দেবের বরে । তার নিৰ্ম্মাণ স্বজন-সমান, বিস্ময় লাগে ভারি, চমৎকারের মহলের চাবি জিন্মায় আছে তারি । У Ф. Ф.