পাতা:বিদায়-আরতি.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরতের আলোয় তরল মোতির ঝাপটা দোলে চুলের কোলে, ঝামর-আঁখি দাড়িয়ে তুই দূরে যেন কোন নিবিড় নিরাশায় ! বাজে বুকের দুরুহুরু মেঘের গুরুগুরুতে হল ঝরঝর নয়ন হাওয়ার ঝুরুঝুরুতে বুঝি না-পাওয়া সোহাগের আভাস হা রে হা । কাদীয় তোর হিয়ায় গভীর নিরাশায় । মরি হারা দিনের হার হাসির কুসুমরাশির আদর সে কি ডুব ল অতলে ?— বিসরণ- গহন বাদলে ! চেনা-চোখের অচিন ভাতি জ্বালবে বাতি বিমুখ হিয়ায় মেঘলা মহলে, না রে না, ডুববে না জলে ! সখি, তড়িৎ হেসে মেঘ মিলাবে ওই দিঠির আগে, ও যে ধারায় রোদে হর্ষে কেঁদে বাধবে সোহাগে, ফিরে অাদরে তোর ছাপায় গগন হা রে হা সাগর উথলে হিয়ার অতলে । లిసె