পাতা:বিদায়-আরতি.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরক্তি মন হরিণের মনোহরণ বাজাও তুমি বংশী মানস-সরের হংসী, তোমার পানে চায় গো উল্লাসেরি কলধ্বনি কণ্ঠ তাহার ছায় গো সত্যযুগের আদিম —গ্ৰহ ছত্রপতি সূৰ্য্য, তোমার সোনার তুর্য্য ব্যক্ত চরাচরে ; পাপ-গোপন শক্তিতে সে বজ সৃজন করে । সত্য-মণি জাগা ও তুমি, চারু তোমার কৰ্ম্ম, ফুল-ফোটানো ধৰ্ম্ম জাগরণের সঙ্গী ! বিশ্বে তুমি নিত্য কর নূতন রঙে রঙ্গী ! তোমার প্রকাশ-মহোৎসবে আমরা মিলি হর্ষে,— মিলি বরষ-বর্ষে ; নাই আমাদের স্বর্ণ, আমরা আনি অন্তরেরি প্রীতির পরম-অন্ন । છે ( ૨