পাতা:বিদায়-আরতি.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবি-পূজা জন্ম-তিথির পরম প্রসাদ দাও আমাদের ভক্তি, প্রাণে পরম শক্তি, দেখাও তুর্ণিরীক্ষ্য অন্তরে র্যার আরাম এবং আসন অন্তরীক্ষ । কবি-পূজা কুবেরের রাজ্য ছাড়ি' উত্তরে যাদের বাড়ী তোমারে পূজিল তারা স্বর্ণচম্পাদলে ; বাল্মীকির সরস্বতী লভিলেন নব জ্যোতি হে কবি । তোমার পুণ্যে পুনঃ পৃথ্বীতলে । জুনিয়ার জ্ঞানী গুণী মুগ্ধ তব বীণা শুনি আজি বিশ্বগুণীগণে গণনা তোমার, উজলিয়া মাতৃভূমি আজি উজলিছ তুমি জগতের যতনের নব রত্নহার। এ হার টুটিবে যবে এ কাল সে কাল হবে লুকাবে জ্যোতিষ্ক বহু বিস্মৃতি-আঁধারে, তুমি রবে অবিচল সূৰ্য্যকান্তি সমোজ্জল অনন্ত কালের কণ্ঠে বৈজয়ন্তী-হারে । ३ ● > @ ○