পাতা:বিদায়-আরতি.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোরাস নবজীবনের গান ছোয়াছুয়ি নিয়ে গোয়াসনে আর বাহুতে মিল রে বাহুর ডোর । s বাজা রে শঙ্খ, সাজা দীপমালা, হাতে হাতে আজি মিলা রে ভাই i ভারতে উদয় হয় মহাজাতি, l এসেছে সময় দেরী তো নাই । নেশন হবার এসেছে সময় নিশিদিন মনে রেখ সে কথা, বুদ্ধ, নিমাই, নানক, কবীর তোরি কাছে মাগে সার্থকতা । মিলনের সাম তারা অবিরাম গাহিল যে সে কি মিথ্যা হবে,চিত্ত-কৃপণ মরণ-পন্থী ভেদ-অস্থরের বিকৃত রবে ? এক অখণ্ড জাতি হব মোরা হীরা-চুনী-নীলা মিলাব হারে, ঠাই ক’রে নিতে হবে যে নবীন জগতের মহা সস্তাগারে | হের রাক্ষস-সত্রের শেষে করে প্রতীচ্য শান্তিপীঠ, স্ব-প্রতিষ্ঠ হবে সব লোক, গণ্ডী সে ভাঙে, খোলে কবাট । পৃথিবীর যত শূদ্র জেগেছে, জেগেছে পরিশ্রমীর দল, এখন শূদ্ৰ তারাই যাদের অতীতের লাগি শোক কেবল У Ф Ф: