পাতা:বিদায়-আরতি.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কয়াধু

টল্‌ছে মাটি নাগ বাসুকী অধর্ম্মেরি ভার
হাজার ফণা নেড়ে করে বইতে অস্বীকার।
যে বিধি নয় ধর্ম্ম্য, বুঝি, তার তাজি রোখ-শোধ;
বিধির টনক নড়ায় শিশুর শিষ্ট প্রতিরোধ।
বিধি-বহিস্কৃতের বিধি মান্‌বে না কেউ আর,
ওই শোনা যায় জম্ভলিকা! নৃসিংহ-হুঙ্কার!
রেখে দে তোর শয্যা-রচন রাণীর পালঙ্কে,
হৃষীকেশের শাঁখ হৃদে শোন্‌ হর্ষে—আতঙ্কে!
ভীষণ মধুর রোল উঠেছে রুদ্র আনন্দে,
সুখের বাসায় সুখের আশায় দে রে আগুন দে।
দুঃখ বরণ করেছে মোর নির্দ্দোষী প্রহলাদ,
সেই দুখে আজ আঁক্‌ড়ে বুকে চল্‌ করি জয়নাদ।
আত্মা চাহে শিশুর রূপে প্রাপ্য যাহা তার,—
বিদ্রোহ নয় বিপ্লবও নয় ন্যায্য অধিকার।
উচিত ব’লে দণ্ড নেবার দিন এসেছে আজ,
উচিত ক’রে পর্‌তে হবে চোর-ডাকাতের সাজ,
চিত্ত-বলের লড়াই কুরু পশু-বলের সাথ,
বন্যা-বেগের হানার মুখে কিশোর-তনুর বাঁধ!
প্রলয়-জলে বটের পাতা! চিত্ত-চমৎকার!
তীর্থ হ’ল বন্দীশালা, শিকল অলঙ্কার।
খেদ কিছু নাই, আর না ডরাই, চিত্তে মাভৈঃ রব,
উচিত ব’লে বন্দী ছেলে এ মম গৌরব!
কয়াধু তোর জনম সাধু, মোছ রে চোখের জল,
রাজ-রোষেরি রোশনায়ে তোর মখ হ’ল উজ্জ্বল।


১৫