পাতা:বিদায়-আরতি.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

যে হাতে খেয়েছে প্রথম অন্ন
শেষ খাওয়া খাবে তাতেই, প্রিয়ে
ক্ষমা করিব না—মিনতি কোরো না—
ক্ষমার সীমার গেছে বাহিরে,
ক্ষমা যদি করি, সকল পুণ্য
এ রাহু করিরে গ্রাস অচিরে।
জীবনের ধারণ ম্লান করে যাঁরা
তাদেরি লাগিয়া দণ্ড ধরি,
ভয় করি মনুষ্যত্ব-লোপের,
বংশ-লোপের ভয় না করি।
ন্যায় মর্য্যাদা রাখিব অটুট,
বিচার করিব সুদৃঢ় মনে,
রাজ্য দূষিত হইতে না দিব
রাজার দেহের দুষ্ট ব্রণে।
প্রাণের উৎসে দিয়ে যে গরল
অনেক প্রাণের করিল হানি,
ভুল ক’রে তারে দিয়েছ পীযুষ,
সে ভুল ঘুচাও গরল দানি’।”
সহসা উঠিয়া সর্ব্বদমন,
ধবলিম রুদ্রাক্ষ হেন—
শঙ্খে তুলিল সঙ্কেতসুর;
রাণী নির্ব্বাক্, প্রতিমা যেন।
ইঙ্গিতে এল অভাগা পুত্র
ভুবন-মন্যু, প্রহরী সাথে;
ইঙ্গিতে এল বিষের পাত্র —
মা দিবে যে বিষ ছেলের হাতে।

৩৪