পাতা:বিদায়-আরতি.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সর্ব্বদমন

বিষের পাত্র হাতে নিয়ে রাণী
বারেক চাহিল স্বামীর পানে;
নিশ্চল রাজা নিয়তির মত—
অমোঘ নিদেশ নীরবে দানে।
“পান কর, বাছা, কর্ম্মের ফল”
বিকৃত কণ্ঠে কহিল রাণী,
জননীর দান নিল যুবরাজ
অবিকৃত মুখে যুক্ত-পাণি।
বারেক হানিল বজ্র-চাহনি,
বারেক বাঁকিল অধর ভুরু,
তার পর মুখ মৃত্যু-পাংশু—
মরণের আগে মরণ-সুরু;
অধরের পুটে নিল কালকূট,
রাণী দেখে সব ধোঁয়ায় মেশে—
বিদ্যুৎ-ছুরি চেতনার ভুরি
কাটিল সহসা বজ্র হেসে।
গরলের কাজ করিল গরল,
বিচারক পিতা দেখিল চোখে,
মহিষীর অণর সংজ্ঞা হ’ল না
টুটেছে জীবন চণ্ড শোকে।
সে দিন হইতে কেহ কোনোদিন
হাসি দেখে নাই রাজার মুখে,
সংসার-সাধ হ’য়ে গেল বাদ,
আত্ম-প্রসাদ রহিল বুকে।

৩৫