পাতা:বিদায়-আরতি.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

সূচী

 বিষয় 
প্রথম পংক্তি
পৃষ্ঠা
প্রাণে মনে হিল্লোল বনে বনে হিন্দোল
ঘুরে ঘুরে ঘুম্‌তী চলে, ঠুম্‌রী তালে ঢেউ তোলে!
যে দেশেতে চড়ুই-পাখীর চাইতে প্রচুর বুল্‌বুলি,
কে বাজালে মাঝ্-দিনে আজ প্রহর-রাতের সুর সাহানা!
কার তরে এই শয্যা দাসী, রচিস্ আনন্দে?
সকল প্রাণীতে সমান দৃষ্টি,—কারো প্রতি মোর বৈর নাহি;
চামেলি তুই বল্,—অধরে তোর কোন্ রূপসীর রূপের পরিমল!
আজি নিরন্ন দেশ বিপন্ন,
দুধে ধুয়ে আঁধার-গ্লানি দৃষ্টি যে চাঁদ দিল নিশার চোখে,—
তোমার নামে নোয়াই মাথা ওগো অনাম! অনির্ব্বচনীয়!
আদি-সম্রাট্ সর্ব্বদমন—পুরাণেতে যারে ভরত বলে,
কে আসে গুন্‌গুনিয়ে, চেনে তায় কমল চেনে।
দশে যা’ বর্জ্জন করে, লোকে বলে, সেই আবর্জ্জনা,
অটল যে-জন দাঁড়ায়ে ছিল অনেক নির্য্যাতনে
বর্ষার মশা বেজায় বেড়েছে, খালি শোন শন্ শন্,
কই রে কোথা বর্ষয়ন্তী, অভ্রয়ন্তী কই?
রাজার উপর রাজা যিনি প্রণাম ক’রে তাঁর শ্রীপদে,—