পাতা:বিদায়-আরতি.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



দাবীর চিঠি

রাজার উপর রাজা যিনি প্রণাম ক’রে তাঁর শ্রীপদে,—
দাবীর চিঠি পেশ করি আজ বিশ্বজনের পঞ্চায়তে।
কায়দা-কানুন্‌ জানিনে ভাই, বল্‌ছি সবার করে ধ’বে,
ও বিদেশী! গোরার জাতি! তোমরা শোনো বিশেষ ক’রে,
চক্রধরের চক্র যখন ঘুর্‌ছে বেগে মর্ত্ত্যলোকে,—
অধঃপাতের তলার মানুষ উঠ্‌ছে উদ্ধে সূর্য্যালোকে,—
পোল্যাণ্ড, হচ্চে স্বয়ম্প্রভু,—পাচ্চে ইরিন্‌ পাক্কা পাটা,
তখন যে হোম্‌রুল চেয়েছে খুব বেশী কি তার চাওয়াটা?
রাজা সুখে বিরাজ করুন, আমরা তাঁরে মান্য করি,
কালা গোরা দুই প্রজা তাঁর ছয়ে চালায় রাজ্যতরী;
এক্‌লা গোরায় সব করেছে যে কয় সে কয় গল্প-কথা,
কালার গোরার স্বেদ-শোণিতে সাম্রাজ্যোরি বনেদ পোঁতা;
আমরা দিছি গাঁটের পয়সা, আমরা দিছি দেহের রক্ত,
কর্‌তে মোদের অভেদ রাজার সিংহাসনের ভিত্তি শক্ত;
এম্পায়ারের চার-পায় আজ চার মহাদেশ ব্যাপ্ত করে,
কালার গোরার বল যুগপৎ যুক্ত আছে তার ভিতরে।
সাক্ষী ক্লাইভ-কালা-ফৌজ সাম্রাজ্যে্রি পত্তনেতে,
প্রথম যে ইট বসিয়েছে তা নিজের বুকের পাঁজর পেতে;
মিউটিনিতে আমরা ছিলাম তোমাদের পক্ষপাতী,
গোরার হয়ে অনেক গোলা নিহছি মোরা বক্ষ পাতি’;
অনেক যুদ্ধ জয় করেছি চীন কাবুল ও আফ্রিকাতে,
ধূলায় সোন ফলিয়ে দিছি সাগরপারের দ্বীপগুলাতে;
চৌকী দিছি শাংহায়ে আর মগের দেশে দিইছি মাথা;
তিববতেরও সন্ধি সুলুক্‌—যাক্ সে কথা তুলব না তা।

৫১