পাতা:বিদায়-আরতি.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নীরব নিবেদন

(আমরা)  তোমার সেবায় তাই তো ঢালি
ডজন্‌ ডজন্‌ সিকি!
এমন ক্লাবটি কোথাও খুঁজে
পাবে নাকে তুমি,
গুগলি শামুক চিংড়ি এবং
মোদের আরাম-ভূমি!!



নীরব নিবেদন

(বিশ্ববরেণ্য শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয সমীপে)

আজ নীরবে যাব প্রণাম ক’রে
একটু শুধু নিয়ে পায়ের ধূলো,
সঁপে মোদের প্রাণের অর্ঘ্য, কবি,
বল্‌ব নাকো বাক্য কতকগুলো!
বাক্য যে আজ শুধুই জ্বালার মালা,
হৃদয় সে যে রুদ্ধ ব্যথার ডালি;
মৌন মুখে তাই তোমারে দেখি
তিরিশ কোটির নয়ন দিয়ে খালি।
শঙ্কামূঢ় স্বদেশবাসীর পাশে
দেখি তোমায় আত্ম-বোধের ঋষ!
অভিচারের মন্ত্রে যখন ঘোলা
আকাশ জুড়ে নামে আকাল নিশি;—
জগৎ যখন নিচ্ছে বিভাগ ক’রে
মারণ এবং উচ্চাটনে মিলে,

৫৯