পাতা:বিদায়-আরতি.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মহানামন্

পর-ধন পর-রাজ্যের ক্ষুধা
প্রাণে জ্বলে ধ্বক ধ্বক;
দাসীর পুত্র দস্যু হয়েছে
দারুণ এ বিরুধক।
এই নগরের মালঞ্চে ওর
মা একদা ছিল দাসী,
মহামনা মহানামনের দ্বারে
অন্নপিণ্ড গ্রাসি’
পুষ্ট যে হ’ল, তাহারি পুত্র
দুয়ারে পেতেছে থানা,
ঘোচাতে মায়ের দাস্যের স্মৃতি
বুঝি হেথা দেছে হানা।
অধমের ধাবা ধরেছে ধৃষ্ট
ভুলে গেছে উপকার,
আধঃপাতের পিছল পথে পা
দিয়েছে কুলাঙ্গার।
ভেবেছে দর্পী—শাক্যসিংহ
বনে গিয়েছেন ব’লে—
শাক্যকুলের পৈতৃক ভিটা
হরণ করিবে ছলে;
খবর পেয়েছে—হিংসাবৃত্তি
ছেড়েছে শাক্য-কুল—
তাই সে এসেছে নিরস্ত্র জনে
করিবারে নির্ম্মল।
হার মেনে ফিরে গেছে বারেবার,
আবার এসেছে তেড়ে,

১১
৮১