পাতা:বিদায়-আরতি.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মহানামন্‌

এখন নড়িলে শত্রু হাসিবে,
লোকে অপযশ কবে;
এখন নড়িলে পায়ে ঠেলা হবে
করগত সিদ্ধিরে।”
সেনাপতি কয় “মুখ দেখানো যে
দায় হবে দেশে ফিরে।”
কহে বিরুধক “তাই হোক; তবে
পল্টন খুসী নয়।”
“আছে কুটনীতি পল্টন মোর”
মন্ত্রী হাসিয়া কয়।

(পঞ্চম হল্‌কা)



শাক্য-পুরের সন্তাগারেতে
সন্ত মিলেছে যত,
শত্রুর দূত এনেছে যে চিঠি
তাহারি বিচারে রত।
শুদ্ধোদনের শূন্য আসনে
বুদ্ধের ছবি ভায়,
বাজাহীন দেশে রাজার যে কাজ
দশে মিলে করে তায়।
পাকা পাকা যত মাথা ঘেমে উঠে,
কথা উঠে কত শত,
পত্রের ’পরে টিপ্পনি করে
যার যেবা মনোমত।
“শাক্যের প্রতি নেই বটে প্রীতি,
নেইও বিশেষ দ্বেষ”,

৮৭