পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ Գ:Տ এতদ্দেশীয় রাজকাৰ্য্য সংক্রান্ত কয়েকটি নিয়মের পরিবর্ত হইয়াছিল। দুই শত বৎসরের অধিক কাল অবধি, ইংলণ্ডের মধ্যে কেবল কোম্পানি বাহাদুরের ভারতবর্ষে বাণিজ্য করিবার অধিকার ছিল। কিন্তু, এক্ষণে কোম্পানি বাহাদুর ভারতবর্ষের রাজসিংহাসনে আরোহণ করিয়াছিলেন। রাজ্যেশ্বরের বাণিজ্য করা উচিত নহে, এই বিবেচনায়, নূতন বন্দোবস্তের সময়, কোম্পানি বাহাদুরের কেবল রাজ্যশাসনের ভার রহিল ; আর, অন্যান্য বণিকদিগের বাণিজ্যে অধিকার হইল। পূৰ্ব্বে, কোম্পানির কৰ্ম্মচারী ভিন্ন অন্যান্য যুরোপীয়দিগকে, ভারতবর্ষে আসিবার অনুমতি প্রাপ্তি বিষয়ে, যে ক্লেশ পাইতে হইত, তাহা এক বারে নিবারিত হইল। এক্ষণে, ডিরেক্টরের যাহাদিগকে অনুমতি দিতে চাহিতেন না, তাহার, বোর্ড অব কণ্টোল নামক সভাতে আবেদন করিয়া, কৃতকাৰ্য্য হইতে লাগিল । ১৮১৩ খৃঃ অব্দের ৪ঠা অক্টোবর, লার্ড মিণ্টে বাহাদুর, লার্ড ময়রা বাহাদুরের হস্তে ভারতবর্ষীয় রাজশাসনের ভারসমর্পণ করিয়া, ইংলণ্ডযাত্রা করিলেন ; কিন্তু, আপন আলয়ে উপস্থিত হইবার পূৰ্ব্বেই, তাহার প্রাণত্যাগ হইল। পরিশেষে, লার্ড ময়র। বাহাদুরের নাম মারকুইস অব হেষ্টিংস হইয়াছিল। নবম অধ্যায় লার্ড হেষ্টিংস, গবর্ণমেণ্টের ভারগ্রহণ করিয়া, দেখিলেন, নেপালীয়েরা, ক্রমে ক্রমে, ইঙ্গরেজদিগের অধিকৃত'দেশ আক্রমণ করিয়া আসিতেছেন । সিংহাসনারূঢ় রাজপরিবার, এক শত বৎসরের মধ্যে, নেপালে আধিপত্যস্থাপন করিয়া, ক্রমে ক্রমে রাজ্যের বৃদ্ধি করিয়াছিলেন । লার্ড মিণ্টে৷ বাহাদুরের অধিকারকালে, নানা বিবাদ উপস্থিত হইয়াছিল । লার্ড হেষ্টিংস দেখিলেন, নেপালাধিপতির সহিত যুদ্ধ অপরিহার্য্য হইয়া উঠিয়াছে। তিনি, প্রথমতঃ, সন্ধিরক্ষার্থে যথোচিত চেষ্টা করিলেন ; কিন্তু, নেপালেশ্বরের অসহনীয় প্ৰগলভত দর্শনে, পরিশেষে, ১৮১৪ খৃঃ অব্দে, তাহাকে যুদ্ধে প্রবৃত্ত হইতে হইল। প্রথম যুদ্ধে কোনও ফলোদয় হইল না ; কিন্তু, ১৮১৫ খৃঃ অব্দের যুদ্ধে, ইঙ্গরেজদিগের সেনাপতি অক্টরলোনি বাহাদুর সম্পূর্ণ জয়লাভ করিলেন। তখন, আপন রাজ্যের এক বৃহৎ অংশ পণ দিয়া, নেপালাধিপতিকে সন্ধিক্রয় করিতে হইল ।