পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ ریاست প্রগাঢ় ঔৎসুক্য সহকারে, এই ব্যাপার নিরীক্ষণ করিতে লাগিলেন। ২৩এ ডিসেম্বর, যুদ্ধ আরম্ভ হইল। ১৮২৬ খৃঃ অব্দের ১৮ই জানুয়ারি, প্রধান সৈন্তাধ্যক্ষ, লার্ড কম্বরমীর বাহাদুর, ঐ স্থান অধিকার করিলেন । তুর্জনশীল ইঙ্গরেজদিগের হস্তে পতিত হওয়াতে, র্তাহার। র্তাহাকে এলাহাবাদের দুর্গে রুদ্ধ করিলেন । ১৮২৭ খুঃ অব্দে, লার্ড আমহষ্ট বাহাদুর, পশ্চিম অঞ্চলে গমন করিয়া, দিল্লীতে উপস্থিত হইলেন । বাদশাহের সহিত, কোম্পানির ভারতবর্ষীয় সাম্রাজ্য বিষয়ে, কথোপকথন উপস্থিত হওয়াতে, গবর্ণর জেনেরল বাহাদুর স্পষ্ট বাক্যে তাহাকে কহিলেন, ইঙ্গরেজের আর এখন তৈমুরবংশীয়দিগের অধীন নহেন ; রাজসিংহাসন এক্ষণে র্তাহাদের হইয়াছে। দিল্লীর রাজপরিবার, এই কথা শুনিয়া, বিষাদসমুদ্রে মগ্ন হইলেন। তাহার ভাবিলেন, মহারাষ্ট্রীয়দিগের নিকট, অশেষ প্রকারে, অবমানিত হইয়াছিলাম বটে ; কিন্তু হিন্দুস্থানের বাদশাহনামের অন্যথা হয় নাই। এক্ষণে, রাজ্যাধিকার চিরকালের নিমিত্ত হস্তবহির্ভূত হইল। ইঙ্গরেজদের এই ব্যবহারে ভারতবর্ষবাসী সমুদয় লোক অত্যন্ত ক্ষুণ্ণ হইয়াছিলেন । লার্ড আমহষ্ট বাহাদুর, উইলিয়ম বটরওয়ার্থ বেলি সাহেবের হস্তে গবৰ্ণমেণ্টেব ভারাপণ করিয়া, ১৮২৮ খুঃ অব্দের মার্চ মাসে, ইংলণ্ডে গমন করিলেন । র্তাহার কৰ্ম্মপরিত্যাগের অভিপ্রায় ব্যক্ত হইলে, লার্ড উইলিয়ম বেটিক, উক্ত পদের নিমিত্ত, ডিরেক্টরদিগের নিকট প্রার্থনা জানাইলেন। বিংশতি বৎসর পূৰ্ব্বে, তিনি মান্দ্রাজের গবর্ণর নিযুক্ত হইয়াছিলেন । কিন্তু ডিরেক্টরের, কোনও কারণ বশতঃ উদ্ধত হইয়া, অন্যায় করিয়া, তাহাকে পদচ্যুত করেন। এক্ষণে তাহার, উপস্থিত বিষয়ে তাহার প্রার্থনা গ্রাহ করিয়া, ১৮২৭ সালে, গবর্ণর জৈনেরলের পদে নিযুক্ত করিলেন । ইহা অবশ্যই স্বীকার করিতে হইবেক, তৎকালে ইংলণ্ডে, এই প্রধান পদের নিমিত্ত, তত্ত্ব ল্য উপযুক্ত ব্যক্তি অতি অল্প পাওয়া যাইত । লার্ড বেটিক বাহাদুর, ১৮২৮ সালের ৪ঠা জুলাই, কলিকাতায় পহুছিলেন। ছয় বৎসর পূৰ্ব্বে, লার্ড হেষ্টিংসের অধিকার কালে, ভারতবর্ষের ধনাগার ধনে পরিপূর্ণ হয় ; কিন্তু, এই সময়ে, তাহা এক বারে শূন্ত হইয়াছিল। আয় অপেক্ষা ব্যয় অনেক অধিক। লার্ড উইলিয়ম বেটিক ডিরেক্টরদিগের নিকট প্রতিজ্ঞ করেন, আমি নিঃসন্দেহ ব্যয়ের লাঘব করিব । তিনি, কলিকাতায় পহুছিবার অব্যবহিত পরেই, রাজস্ব বিষয়ে দুই কমিটি স্থাপিত করিলেন । তাহদের উপর এই ভার হইল যে, সিবিল ও মিলিটারি বিষয়ে