পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> २ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা পূৰ্ব্বাপেক্ষায় অধিকতর প্রযত্ন ও পরিশ্রম সহকারে সাহিত্যবিদ্যা ও দর্শনশাস্ত্রের অনুশীলন করিতে লাগিলেন । তিনি কলিকাতায় উপস্থিত হইয়াই, লণ্ডন নগরের রয়েল সোসাইট নামক সভাকে আদর্শ করিয়া, স্বীয় অসাধারণ উৎসাহ ও উদ্যোগ দ্বারা এসিয়াটিক সোসাইট নামক সমাজ স্থাপন করিলেন। যত দিন জীবিত ছিলেন, তাবৎ কাল পর্য্যন্ত, তিনি তাহার সভাপতির কার্য্যনিৰ্বাহ করেন, এবং প্রতিবৎসর সাতিশয়পরিশ্রমস্বীকার পুৰ্ব্বক, এতদেশীয় শব্দবিদ্যা ও পূৰ্ব্বকালীন বিষয় সকলের তত্ত্বানুসন্ধান দ্বারা উক্ত সমাজের কাৰ্য্য উজ্জ্বল ও বিভূষিত করিয়াছিলেন। অতঃপর, বিচারালয়বন্ধব্যতিরেকে আর তাহার অধ্যয়নের অবকাশ ছিল না । ১৭৮৫ খৃঃ অব্দের দীর্ঘ বন্ধের সময়, তিনি যে রূপে দিবসযাপন করিতেন, তাহার কাগজপত্রের মধ্যে তাহার বিবরণ দৃষ্ট হইয়াছে ; প্রাতঃকালে প্রথমতঃ একখানি পত্র লিখিয়া, কয়েক অধ্যায় বাইবল অধ্যয়ন করিতেন ; তৎপরে সংস্কৃত ব্যাকরণ ও ধৰ্ম্মশাস্ত্ৰ ; মধ্যাহ্নকালে ভারতবর্ষের ভূগোলবিবরণ ; অপরাহ্লে রোমরাজ্যের পুরাবৃত্ত ; পরিশেষে, দুই চারি বাজী শতরঞ্জ খেলিয়া, ও আরিয়ষ্টোর কিয়দংশ পাঠ করিয়া, দিবাবসান করিতেন । তিনি এতদেশীয় জল ও বায়ুর দোষে শারীরিক অসুস্থ হইতে লাগিলেন। বিশেষতঃ, তাহার চক্ষু এমন নিস্তেজ হইয়া গেল যে, মধুখবৰ্ত্তিকার আলোকে লেখা রহিত করিতে হইল । কিন্তু যাবৎ তাহার কিঞ্চিম্মাত্র সামর্থ্য থাকিত, কিছুতেই তাহার অভিলষিত অধ্যয়নের ব্যাঘাত ঘটাইতে পারিত না । পীড়াভিভূত হইয়া শয্যাগত থাকিয়াও, তিনি বিনা সাহায্যে উদ্ভিদবিদ্যা অধ্যয়ন করিলেন । এবং, চিকিৎসকের উপদেশানুসারে, স্বাস্থ্যপ্রতিলাভার্থে যে কিয়ৎ কাল পর্য্যটন করিতে হইয়াছিল, ঐ সময়ে তিনি গ্রীশ, ইটালি ও ভারতবর্ষীয় দেবতাগণের বিষয়ে এক প্রশস্ত গ্রন্থ রচনা করিলেন । ইহাতে বোধ হইতেছে যে, তিনি আপন মনকে এমন দৃঢ়ীভূত করিয়াছিলেন যে, এইরূপ পরিশ্রম বিশ্রামভূমিতে গণনীয় হইত । কিয়ৎ দিবস পরে, তিনি কিঞ্চিৎ সুস্থ হইয়া উঠিলেন, এবং পুনর্বার পূর্বাপেক্ষায় অধিকতর প্রযত্ন ও উৎসাহ সহকারে, বিচারালয়ের কার্য্যে ও অধ্যয়নে মনোনিবেশ করিলেন । কিছু কাল, তিনি কলিকাতার আড়াই ক্রোশ দূরে ভাগীরথীতীরসন্নিহিত এক ভবনে অবস্থিতি করেন । তথা হইতে র্তাহাকে প্রতিদিন বিচারালয়ে আসিতে হইত। র্তাহার জীবনবৃত্তলেখক সুশীল প্রজ্ঞাবান লার্ড টিনমেীথ কহেন যে, তিনি প্রতিদিন