পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনচরিত—লিনিয়স ১১৫ গ্রন্থ সংগ্ৰহ করিয়া ছয় খণ্ড পুস্তকে যে মুদ্রিত ও প্রচারিত করিয়াছিলেন, তাহাই তাহার পক্ষে সৰ্ব্বাপেক্ষ সমধিক প্রশংসনীয় ও অবিনশ্বর কীৰ্ত্তিস্তম্ভ। তদ্ব্যতিরিক্ত, ঐ বিধবা নারী আপন ব্যয়ে তাহার এক প্রস্তরময়ী প্রতিমূৰ্ত্তি নির্মাণ করাইয়া, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্থাপিত করিয়াছেন । লিনিয়স ( ৪ ) সুইডেন রাজ্যের অন্তর্গত স্মিলণ্ড প্রদেশে রাসল্ট নামে এক গ্রাম আছে। চার্লস লিনিয়স, ১১৭৭ খৃঃ অব্দে, তথায় জন্মগ্রহণ করেন। র্তাহার পিতা অতি দীন গ্রামপুরোহিত ছিলেন। লিনিয়স, অত্যন্ত দরিদ্র ও অগণ্য হইয়াও, অলোকসামান্য বুদ্ধিশক্তি, মহোৎসাহশীলতা ও অবিচলিত অধ্যবসায় প্রভাবে বিজ্ঞানশাস্ত্র ও অন্যান্য বিদ্যা বিষয়ে মনুষ্যসমাজে অগ্রগণ্য হইয়াছেন । অতি শৈশবকালেই প্রকৃতির অনুশীলনে তাহার প্রগাঢ় অনুরাগ জন্মে ; তন্মধ্যে উদ্ভিদবিদ্যার আলোচনায় তিনি সমধিক অনুরক্ত ছিলেন । বোধ হয়, তিনি বাল্যকালে ক্ষেত্রে ক্ষেত্রে পরিভ্রমণে ও প্রকৃতিরূপ প্রকাণ্ড পুস্তকের অধ্যয়নে অধিক রত ছিলেন, পাঠশালার নিরূপিত পুস্তকে তাদৃশ মনোনিবেশ করিতেন না । সুতরাং, র্তাহার প্রথম শিক্ষকের তদীয় অনাবেশ দর্শনে অতিশয় অসন্তুষ্ট হইয়াছিলেন। তাতার পিতা, তাহাদের মুখে পাঠের গতিশ্রবণে বিরক্ত হইয়া, তাহাকে উপানৎকারের ব্যবসায়ে নিযুক্ত করিবার সঙ্কল্প করিলেন ; কিন্তু, পরিশেষে বন্ধুবর্গের সবিশেষ অনুরোধ ও লিনিয়সের নিরতিশয় বিনয়ের বশবৰ্ত্তী হইয়া, চিকিৎসাবিদ্যাশিক্ষার্থে অনুমতি দিলেন ; বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তাহার, না পুস্তক, না বস্ত্র, না আহারসামগ্ৰী, কিছুরই সঙ্গতি ছিল না ; এমন কি, অভীষ্ট উদ্ভিদবিদ্যার অনুশীলনসমাধানার্থে ক্ষেত্রে ক্ষেত্রে ভ্রমণ করিতে পারিবার নিমিত্ত, জীর্ণ চৰ্ম্মপাদুকাতে বন্ধলের তালী দিয়া লইতে হইত। এরূপ দুরবস্থাতেও তিনি প্রতিপত্তি লাভ করিতে লাগিলেন। লিনিয়স কেবল যেীবনদশায় উত্তীর্ণ হইয়াছেন, এমন সময়ে অপসালের বৈজ্ঞানিক বিদ্যালয়ের অধ্যক্ষেরা তাহাকে এই অভিপ্রায়ে লাপ্লাণ্ডের অতি ভীষণ ভূভাগে পাঠাইবার - (, ) ईशब প্রকৃত नामनिनि i লিনিশা नानिडाचाष्ट्र সাধিত হইলে লিনিয়স হয় । इनि লিনিয়সনামেই বিশেষ প্রসিদ্ধ ।