পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉○8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা তৎকালে গালিলিয়ের বয়ঃক্রম ছষটি বৎসর, তথাপি স্বয়ং সেই গ্রন্থ লইয়া, ১৬৩০ খৃঃ অব্দে, রোমনগরে গমন করিলেন । তিনি ধৰ্ম্মাধ্যক্ষদিগের অসম্ভাবনীয় অনুগ্রহোদয় সহকারে গ্রন্থ মুদ্রিত করিতে অনুমতি পাইলেন। কিন্তু, উক্ত পুস্তক রোম ও ফ্লোরেন্স নগরে প্রচারিত হইবামাত্র, অরিষ্টটলের মতাবলম্বীরা এক কালে চারি দিক হইতে আক্রমণ করিল ; তন্মধ্যে পিসার দর্শনশাস্ত্রের অধ্যাপক সৰ্ব্বাপেক্ষা অধিক বিপক্ষতা ও বিদ্বেষ প্রদর্শন করিয়াছিলেন । সমুদায় কার্ডিনল (৯), মঙ্ক ( ১০ ) ও গণিতজ্ঞগণের উপর গালিলিয়ের গ্রন্থ পরীক্ষা করিবার ভার অপিত হইল। র্তাহারা, অসন্দিগ্ধ চিত্তে সেই গ্রস্থকে ঘোরতর ধৰ্ম্মবিপ্লবিক স্থির করিয়া, তাহাকে রোমনগরে ধৰ্ম্মসভার অগ্ৰে উপস্থিত হইতে আজ্ঞা প্রদান করিলেন । গালিলিয় তৎকালে অত্যন্ত বৃদ্ধ হইয়াছিলেন, এবং তাহার প্রতিপোষক বন্ধু দ্বিতীয় কস্মো পরলোক যাত্রা করাতে, নিতান্ত নিঃসহায় হইয়াছিলেন ; সুতরাং, এই সমস্ত অসম্ভাবিত বিপৎপাত তাহার পক্ষে অত্যন্ত ভয়ানক হইয়া উঠিল । বিপক্ষের যৎপরোনাস্তি ৎপীড়ন করাতে, ১৬৩৩ খৃঃ অব্দের শীতকালে, তাহাকে রোমনগরে গমন করিতে হইল । তথায় উপস্থিত হইবামাত্র, ধৰ্ম্মসভার অধ্যক্ষেরা তাহাকে কারাগারে নিক্ষিপ্ত করিলেন । কয়েক মাস তথায় অবস্থিতির পর, বিচারকত্তাদিগের সম্মুখে নীত হইলে, তাহার এই দণ্ডবিধান করিলেন, তোমাকে আমাদের সম্মুখে আঠ পাড়িয়া ও বায়বল স্পর্শ করিয়া কহিতে হইবেক, আমি পৃথিবীর গতি প্রভৃতি যাহা যাহা প্রতিপন্ন করিয়াছি সে সমুদায় অস্বর্গ্য, অশ্রদ্ধেয়, ধৰ্ম্মবিদ্বিষ্ট ও ভ্রান্তিমূলক। গালিলিয়, সেই বিষম সময়ে মনের দৃঢ়তা রক্ষা করিতে না পারিয়া, যথোক্ত প্রকারে পূর্বনির্দিষ্ট প্রতিজ্ঞাবাক্য উচ্চারণ করিলেন । কিন্তু গাত্ৰোখান করিবামাত্র, আন্তরিক দৃঢ় প্রত্যয়ের বিপরীত কৰ্ম্ম করিলাম, এই ভাবিয়া ( ৯ ) রোমানকাথলিক সম্প্রদায়ের সর্বাধ্যক্ষকে পোপ কহে । পোপের নীচের পদের লোকদের পদবী কাডিনল। কাডিনলেরা পোপের মন্ত্রিস্বরূপ। পোপের মৃত্যু হইলে, কাডিনলের আপনাদের মধ্য হইতে এক ব্যক্তি কে মনোনীত করিয়া ঐ সৰ্ব্বপ্রধান পদে অধিরূঢ় করেন । ( ১০ ) খৃষ্টধৰ্ম্মাবলম্বীদিগের মধ্যে যাহারা সাংসারিক বিষয় হইতে বিরত হইয়া ধৰ্ম্মকৰ্ম্মে একান্ত রত হয়, তাহাদিগকে মঙ্ক কহে । মস্কেরা সচরাচর মঠে থাকেন । কতকগুলি মস্ক ভারতবর্ষীয় পুৰ্ব্বকালীন ঋষিদিগের ন্যায় অরণ্য প্রভৃতি বিজন প্রদেশে আশ্রম নিৰ্মাণ করিয়া অবস্থিতি করেন ; আর কতকগুলি মঙ্ক এরূপ আছেন যে, তাহাদের নিদ্ধারিত বাসস্থান নাই ; তাহারা সন্ন্যাসীদের মত যাবজ্জীবন পদব্রজে পয্যটন করেন। 鶴