পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SVOb- বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা অনধ্যায় বৎসর সকল, র্তাহার জীবনের শ্লাঘ্যতম ভাগ ও বিজ্ঞানশাস্ত্রীয় ইতিবৃত্তের চিরস্মরণীয় ভাগ বলিয়া পরিগণিত হইয়াছে। এক দিবস, তিনি উপবনমধ্যে উপবিষ্ট আছেন, এমন সময়ে দৈবযোগে তাহার সম্মুখবর্তী আতাবৃক্ষ হইতে এক ফল পতিত হইল। তদর্শনে তিনি তৎক্ষণাৎ বস্তুমাত্রের পতননিয়ামকসাধারণকারণবিষয়িণী পৰ্য্যালোচনায় প্রবৃত্ত হইলেন । অনস্তর, তিনি এই বিষয় পুনর্বার আলোচনা করিয়া স্থির করিলেন, যে কারণ বশতঃ আতা ভূতলে পতিত হইল, সেই কারণেই চন্দ্র ও গ্রহমণ্ডলী স্ব স্ব কক্ষে ব্যবস্থাপিত আছে, এবং তাহাই পরমাদ্ভুতশক্তিসহকারে অতি সহজে সমুদয় জ্যোতিষ্কমণ্ডলীর গতি নিয়মিত করিতেছে। এই রূপে গুরুত্বের নিয়ম আবিষ্কৃত হইল। এই নিয়মের জ্ঞান দ্বারা জ্যোতির্বিদ্যার মহীয়সী শ্ৰীবৃদ্ধি হইয়াছে। নিউটন, ১৬৬৭ খৃঃ অব্দে, কেম্বি জে প্রত্যাগমন করিয়া, ত্রিনীতি বিদ্যালয়ের ছাত্রবৃত্তি প্রাপ্ত হইলেন । দুই বৎসর পরে, তাহার বন্ধু ডাক্তর বারো গণিতশাস্ত্রের অধ্যাপকপদ পরিত্যাগ করিলে, তিনি তাহাতে নিযুক্ত হইলেন । তিনি দৃষ্টিবিজ্ঞানবিষয়ে যে সকল অভিনব মহৎ নিয়ম প্রকাশ করিয়াছিলেন, প্রথমতঃ কিছু কাল ঐ সমস্ত লইয়াই অধিকাংশ উপদেশ প্রদান করিলেন । আলোক ও বর্ণ বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকাতে, আপনার নূতন মত এমন স্পষ্ট রূপে বুঝাইয়া দিলেন যে, শ্রোতৃবর্গ সন্তুষ্ট চিত্তে ভূরি ভূরি প্রশংসা করিতে লাগিলেন । ১৬৭১ খৃঃ অব্দে, রএল সোসাইট ( ১১ ) নামক রাজকীয় সমাজের ফেলে। অর্থাৎ সহযোগী হইলেন । কিন্তু প্রসিদ্ধি আছে, অন্যান্য সহযোগীর স্যায় সভার ব্যয়নির্বাহার্থে প্রতিসপ্তাহে রীতিমত এক এক সিলিং দিতে অসমর্থ হওয়াতে তাহাকে অগত্য আদানের অনুমতি প্রার্থনা করিতে হইয়াছিল। তৎকালে বিদ্যালয়ের বৃত্তি ও অধ্যাপকের বেতন এতদ্ব্যতিরিক্ত র্তাহার আর কোনও প্রকার অর্থাগম ছিল না ; আর, পৈতৃক বিষয় হইতে যে কিছু কিছু উৎপন্ন হইত, তাহা তাহার জননী ও অন্যান্ত পরিবারের গ্রাসাচ্ছাদনেই ( ১১ ) ইংলণ্ডের অধীশ্বর দ্বিতীয় চার্লস, পদার্থবিদ্যার উন্নতিনিমিত্ত, সপ্তদশ শতাব্দীতে, ইংলণ্ডের রাজধানী লণ্ডননগরে এই সমাজ স্থাপন করেন । এই সমাজের লোকদিগকে ফেলো বলে। যাহারা অসাধারণ বিদ্যাসম্পন্ন, তাহারাই এই সমাজের ফেলো হইতে পারেন । সমুদায়ে সমাজের ফেলো একুশ জন ; তন্মধ্যে এক জন সভাপতি, এক জন সহকারী সভাপতি, এক জন ধনাধ্যক্ষ, দুই জন সম্পাদক । এই রাজকীয় সমাজ দ্বারা পদার্থবিদ্যাসংক্রান্ত নানা বিষয়ে অশেষবিধ মহোপকার জন্মিয়াছে।