পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনচরিত—সর আইজাক নিউটন \OS পৰ্য্যবসিত হইত। র্তাহার ভোগকৃষ্ণা এত অল্প ছিল যে, আবশ্বক পুস্তকের ও বৈজ্ঞানিক যন্ত্রের ক্রয় এবং অন্তের দারিদ্র্যদুঃখবিমোচন এই উভয় সম্পন্ন হইলেই সন্তুষ্ট হইতেন, এতদ্ব্যতিরিক্ত বিষয়ে অর্থাভাব জন্য ক্ষুণ্ণমনা হইতেন না। ১৬৮৩ খৃঃ অব্দেঃ, তিনি প্রিন্সিপিয়ানামক অতি প্রধান গ্রন্থ রচনা করিলেন। ঐ পুস্তকে গণিতশাস্ত্রানুসারে পদার্থবিদ্যার মীমাংসা করা হইয়াছে। ১৬৮৮ খৃঃ অব্দে, যখন রাজবিপ্লব ঘটে, কেম্বি জ বিদ্যালয়ের প্রতিরূপ হইয়া, পালিমেণ্ট (১২) নামক সমাজে উপস্থিত হইবার নিমিত্ত, সকলে তাহাকে মনোনীত করিয়াছিল ; এবং ১৭০১ খৃঃ অব্দেও ঐ মৰ্য্যাদার পদ পুনর্বার প্রাপ্ত হইয়াছিলেন। যে সকল ব্যক্তির যথার্থ উপকার ও পুরস্কার করিবার ক্ষমতা ছিল, নিউটনের অসাধারণ গুণ র্তাহাদের গোচর হওয়াতে, তিনি তদীয় আনুকূল্যবলে টাকশালের অধ্যক্ষের পদে নিযুক্ত হইলেন। সূক্ষ্মানুসূক্ষ্ম অনুসন্ধানবিষয়ে অত্যন্ত সহিষ্ণুতা ও সবিশেষ নৈপুণ্য থাকাতে, তিনিই সৰ্ব্বাপেক্ষায় ঐ পদের উপযুক্ত ছিলেন। নিউটন মৃত্যুকাল পর্য্যন্ত ঐ কাৰ্য্য সম্পাদন করিয়া সৰ্ব্বত্র মুখ্যাতি প্রাপ্ত হইয়াছিলেন। অতঃপর, নিউটন বহুতর প্রশংসা ও পুরস্কার প্রাপ্ত হইতে লাগিলেন। লিবনিজনামক এক জন প্রসিদ্ধ পণ্ডিত, নিউটনের নব নব আবিক্রিয়া নিবন্ধন অসাধারণ সম্মান দর্শনে ঈর্ষ্যাপরবশ হইয়া তদ্বিলোপবাসনায় তাহার নিকট এক প্রশ্ন প্রেরণ করেন । তিনি মনে মনে সিদ্ধান্ত করিয়াছিলেন, নিউটন কোনও রূপেই ইহার সমাধান করিতে পরিবেন না, তাহা হইলেই তাহার প্রাধান্ত প্রতিষ্ঠিত হইবেক । নিউটন টাকশালের সমস্ত দিনের পরিশ্রমের পর সায়াহ্নে ঐ প্রশ্ন পাইলেন এবং শয়নের পূর্বেই তাহার সমাধান করিয়া রাখিলেন । তৎপরে-আর কোনও ব্যক্তি কখনও নিউটনের কীৰ্ত্তিবিলোপের চেষ্টা করেন ( ১২ ) ইংলণ্ডের রাজকাৰ্য্য কেবল রাজার ইচ্ছানুসারে সম্পন্ন হয় না ; রাজা এই সমাজের মতানুসারে যাবতীয় রাজকায্য নির্বাহ কবিয়া থাকেন । এই সমাজ দুই শ্রেণীতে বিভক্ত ; প্রথম শ্রেণীতে দেশের যাবতীয় সম্বাস্ত লোক থাকেন, দ্বিতীয শ্রেণীতে সামান্য লোকেরা। এক এক প্রদেশের সামান্য লোকেরা আপনাদের এক এক জন প্রতিনিধি প্রেরণ করেন । ইংলণ্ডের যাবতীয় বিশ্ববিদ্যালয় হইতেও এই সমাজে এক এক জন প্রতিনিধি প্রেরিত হইয়া থাকেন। সন্ত্রাস্ত লোকেরা এবং সামান্ত লোকদিগের এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োজিত প্রতিনিধির রাজকীয় আদেশানুসারে সময়ে সময়ে এই সমাজে সমাগত হইয় রাজকাৰ্য্য চিন্তা করিয়া থাকেন । ইহারা যে নিয়ম নিৰ্দ্ধারিত করেন, রাজার অনুমোদিত হইলে, সমুদায় রাজ্যমধ্যে সেই নিয়ম প্রচলিত হয়।