পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনচরিত—সর উইলিয়ম হর্শেল S83) কিন্তু, এই পুস্তকের অনুশীলন অনতিবিলম্বে তাহার বর্তমানব্যবসায় পরিত্যাগের এবং অত্যুন্নতব্যবসায়ান্তরাবলম্বনের কারণ হইয়া উঠিল। তিনি ত্বরায় বুঝিতে পারিলেন, গণিতবিদ্যায় ব্যুৎপন্ন না হইলে, ডাক্তর স্মিথের গ্রন্থের অনুশীলনে বিশেষ উপকার দর্শিবে না ; অতএব স্বীয় স্বভাবসিদ্ধ অনুরাগ ও অধ্যবসায় সহকারে, এই নূতন বিদ্যার অনুশীলনে নিবিষ্টমনা হইলেন ; এবং অল্প দিনের মধ্যেই তাহাতে এমন আসক্ত হইয়া উঠিলেন যে, অবসর পাইলে, অন্যান্য যে যে বিষয়ের আলোচনা করিতেন, সে সমুদায় এই অনুরোধে এক বারে পরিত্যক্ত হইল । ইতিপূর্বে, হর্শেল বেটুসনামক এক ব্যক্তির নিকট বিশিষ্টরূপ পরিচিত হইয়াছিলেন। এক্ষণে, তাহার প্রযত্নে ও আনুকূল্যে, ১৭৬৫ খৃঃ অব্দের শেষ ভাগে, হালিফাকুসের দেবালয়ে তুর্য্যাজীবের পদে নিযুক্ত হইলেন। পর বৎসর, সামান্তরূপ তুর্য্যকর্মের অনুরোধে, স্বীয় জ্যেষ্ঠ সহোদরের সহিত, বাথনগরে গমন করিলেন । তথায়, অসাধারণনৈপুণ্যপ্রকাশ দ্বারা শুশ্রযুদিগকে পরম পরিতোষ প্রদান করাতে, সেই নগরের এক দেবালয়ে তুর্য্যাজীবের পদ প্রাপ্ত হইলেন । তদবধি তিনি সেই স্থানে গিয়া অবস্থিতি করিলেন । হর্শেল এক্ষণে যে পদে নিযুক্ত হইলেন, তাহ নিতান্ত সামান্ত নহে। এতদ্ব্যতিরিক্ত, রঙ্গভূমি ও অন্যান্য স্থানে তুর্য্যপ্রয়োগ ও শিষ্যমণ্ডলীকে শিক্ষাপ্রদানাদির উত্তমরূপ অবকাশ ও সুযোগ ছিল। অতএব, অর্থোপার্জন যদি তাহার মুখ্য অভিপ্রায় হইত, তাহা হইলে, তিনি অবলম্বিত ব্যবসায় দ্বারা বিলক্ষণ সঙ্গতি করিতে পারিতেন । যাহা হউক, এই রূপে কৰ্ম্মের বাহুল্য হইলেও, বিদ্যানুশীলনবিষয়ে তাহার যে গাঢ়তর অনুরাগ ছিল, তাহার কিঞ্চিম্মাত্র ব্যতিক্রম হইল না। প্রত্যহ, তুর্য্যবিষয়ে ক্রমাগত দ্বাদশ অথবা চতুর্দশ হোর পরিশ্রম করিয়া, তিনি অত্যন্ত ক্লান্ত হইতেন ; কিন্তু তৎপরে, এক মুহূৰ্ত্তও বিশ্রাম না করিয়া, পুনর্বার বিশুদ্ধ ও বিমিশ্র গণিতবিদ্যার অনুশীলন আরম্ভ করিতেন। এই রূপে তিনি ক্রমে ক্রমে রেখাগণিতে বুৎপন্ন হইয়া উঠিলেন এবং তখন আপনাকে পদার্থবিদ্যার অনুশীলনে সমর্থ জ্ঞান করিলেন । পদার্থবিদ্যার নানা শাখার মধ্যে, জ্যোতিষ ও দৃষ্টিবিজ্ঞান এই দুই বিষয়ে তাহার সবিশেষ অনুরাগ জন্মে। ঐ সময়ে, জ্যোতিষসংক্রান্ত কতিপয় অভিনব আবিক্রিয় দর্শনে তাহার অন্তঃকরণে অত্যন্ত কৌতুহল উদ্বুদ্ধ হইল। তদনুসারে, তিনি অবকাশকালে উক্তবিদ্যাবিষয়ক গবেষণাতে মনোনিবেশ করিলেন। গ্রহমণ্ডলীবিষয়ক যে যে অদ্ভূত ব্যাপার পুস্তকে পাঠ করিয়াছিলেন, সে সমস্ত স্বয়ং পৰ্য্যবেক্ষণ করিবার নিমিত্ত, তিনি কোনও প্রতিবেশবাসীর সন্নিধান হইতে একটি