পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুরূহ ও সঙ্কলিত নুতন শব্দের অর্থ অংশ, (Degree) অক্ষাংশ । ভূগোলবেত্তারা বিষুবরেখার উত্তর দক্ষিণ অথবা পূৰ্ব্ব পশ্চিম ভূভাগ ৩৬ ভাগে বিভক্ত করেন, ইহার এক এক ভাগ এক এক অক্ষাংশ । অযথাভূত, (Perverted) যেরূপ হওয়া উচিত সেরূপ নহে। অযথাভূত দর্শনশাস্ত্র, দর্শনশাস্ত্রের যাহা উদেশ্ব তাঙ্গ প্রতিপন্ন না করিয়া তদ্বিপরীতাৰ্থপ্রতিপাদক । vf.gs offisifs, (Arithmetic of Infinites) és F2 F3 vixer আধিপ্ৰয়ণিক ব্যবধি, (Focal Distance) অধিশ্ৰয়ণ অগ্নিস্থান, চুল্লী। আলোকের কিরণ সকল দূরবীক্ষণের মুকুরের মধ্য দিয়া গমন করিয়া যে স্থানে মিলিত হয়, তাহাকে অধিশ্ৰয়ণ কহ যায়। মুকুরের সর্বাপেক্ষায় উচ্চ ভাগ ও অধিশ্ৰয়ণ এই উভয়ের অস্তরকে আধিপ্রয়ণিক ব্যবধি কহে । আভিজাতিক চিহ্ন, ( অভিজাত কুল, বংশ ) কুলপরিচায়ক চিহ্ন। আবিক্রিয়া, (Discovery) অপ্রকাশিত অথবা অপরিজ্ঞাত বিষয়ের উদ্ভাবন । উদ্ভিদবিদ্যা, (Botany) উদ্ভিদ, তরুগুল্মাদি। তরুগুল্মাদির অবযবসংস্থান, প্রত্যেক অবয়বের কায্য, উৎপত্তিস্থান, জাতিবিভাগ ইত্যাদি যে শাস্ত্রে নিণীত আছে । উপকূল, (Coast) বেলাভূমি, সমুদ্রসন্নিহিত ভূভাগ । ঔপনিবেশিক (Colonial) উপনিবেশ, কোনও দূরদেশে কৃষিকৰ্ম্ম ও বাস করিবার নিমিত্ত জন্মভূমি হইতে যে সকল লোক লইয়া যাওয়া যায়, তৎসম্বন্ধীয় ঔপনিবেশিক । কক্ষ, (Orbit) গ্ৰহগণের পরিভ্রমণপথ । কীৰ্ত্তিস্তস্ত, (Monument) ঘটনাবিশেষের স্মরণার্থে অথবা ব্যক্তিবিশেষের নাম ও কীৰ্ত্তি রক্ষার্থে নিমিত স্তস্তাদি । কুলাদশ, (Heraldry) বংশাবলী ও বংশপরিচায়ক চিহ্ন বিষয়ক শাস্ত্র । কুসংস্কার, (Prejudice) সমুচিত বিবেচনা না করিয়া যে সিদ্ধাস্ত করা হয়। কেন্দ্র, (Centre) ঠিক মধ্যস্থান । গণিত, (Mathematics) পরিমাণ ও অঙ্কবিষয়ক শাস্ত্র । গবেষণা, (Research) কোনও বিষয়ের তত্ত্বাতুসন্ধান । গ্রহনীহারিকা, (Planetary Nebulae) যে সকল নীহাবিক গ্রহের লক্ষণাত্রাস্ত বোধ হয় । চরণাবরণ, (Stocking) মোজ । চরিত্যাখ্যায়ক, (Biographer) যে ব্যক্তি কোনও লোকের জীবনবৃত্তান্ত লিপিবদ্ধ করে। চিত্রশালিক, (Museum) চিত্র অদ্ভুত বস্তু, শালিকা আলয়। যে স্থানে প্রাকৃত ইতিবৃত্ত, পদার্থমীমাংসা ও সাহিত্যবিদ্যা সংক্রাস্ত এবং শিল্পসাধিত কৌতুহলেীদ্ধোধক বস্তু সকল স্থাপিত থাকে।